Holding Hands
The poem “Holding Hands” is a short, funny, and sweet poem about elephants walking together. It shows how elephants stay close and friendly by holding each other’s tails, just like people hold hands.
Holding Hands
- Leonore M Link
Elephants walking
(হাতিরা হাঁটছে)
Along the trails
(রাস্তাগুলোর পাশে বা পথে ধরে,)
Are holding hands
(তারা একে অপরের হাত ধরে আছে,)
By holding tails.
(লেজ ধরে ধরে।)
Trunks and tails
(তাদের শুঁড় ও লেজ)
Are handy things
(খুবই কাজের জিনিস,)
When elephants walk
(যখন হাতিরা হাঁটে)
In circus rings.
(সার্কাসের মঞ্চে।)
And when they walk
(আর যখন তারা হাঁটে,)
It never fails
(তা কখনো ব্যর্থ হয় না,)
They’re holding hands
(তারা একে অপরের হাত ধরে থাকে)
By holding tails.
(লেজ ধরে ধরে।)
Difficult Words (Bangla + English Meaning)
- trails পথ, রাস্তা paths or tracks used for walking
- holding hands হাত ধরা joining hands as a sign of unity
- tails লেজ the long part at the back of an animal
- trunks শুঁড় elephant’s long nose
- handy কাজে লাগে এমন useful or helpful
- circus সার্কাস a show with animals and performers
- rings মঞ্চ বা গোল জায়গা circular performing area
- fails ব্যর্থ হওয়া to go wrong or not succeed
- together একসাথে in unity or joined
- walk হাঁটা to move with steps
Analysis of the Poem
Paraphrase:
In the poem, a group of elephants is walking together along a path. Each elephant holds the tail of the one in front of it with its trunk. This makes them look like they are holding hands. Their trunks and tails help them stay together, especially when they walk in a circus. The poet says that whenever elephants walk, they never forget to hold each other — by holding tails!
Hidden Meaning:
The poem is not just about elephants — it is about friendship, unity, and helping each other. The way elephants walk together shows love and teamwork. The poet teaches children that just like elephants, we should stay connected, care for others, and move forward together in life. The poem uses fun, simple words to show a big message — togetherness brings strength and happiness.
Elaborate and Minute Description (in Bangla)
এই ছোট্ট সুন্দর কবিতায় কবি লিওনর এম. লিংক হাতিদের মাধ্যমে বন্ধুত্ব ও একতার বার্তা দিয়েছেন। কবিতায় দেখা যায়, একদল হাতি সারিবদ্ধভাবে হাঁটছে। তারা একে অপরের লেজ ধরে হাঁটছে—যেন বন্ধুরা একে অপরের হাত ধরে আছে।
হাতিরা তাদের লম্বা শুঁড় দিয়ে সামনে থাকা হাতির লেজ ধরে রাখে, যাতে কেউ হারিয়ে না যায়। কবি বলেন, সার্কাসে যখন তারা হাঁটে, তখনও এইভাবে হাঁটে এবং কখনও ভুল করে না।
এখানে হাতিদের লেজ ধরা শুধু শারীরিক কাজ নয়, এটি ভালোবাসা, সহযোগিতা ও দলগত চেতনার প্রতীক। যেমন হাতিরা একসাথে হাঁটে, তেমনি মানুষকেও একে অপরকে সাহায্য করে, বন্ধুত্বে যুক্ত থেকে চলতে হয়।
গভীর অর্থে, কবিতাটি শেখায়—জীবনে সাফল্য পেতে হলে একা নয়, একসাথে চলতে হবে। একে অপরের পাশে থেকে, পরস্পরকে সাহায্য করে এগিয়ে যেতে হবে। শিশুরা যেন বোঝে—বন্ধুত্ব, সহযোগিতা ও ঐক্যই আমাদের জীবনের আসল শক্তি।
Questions and Answers
1. Who wrote the poem “Holding Hands”?
Answer: The poem was written by Leonore M. Link. She wrote many simple and joyful poems for children.
(বাংলা অর্থ: কবিতাটি লিখেছেন লিওনর এম. লিংক। তিনি শিশুদের জন্য সহজ ও আনন্দময় কবিতা লিখেছেন।)
2. What are the elephants doing in the poem?
Answer: The elephants are walking along the trail. They are moving together in a line.
(বাংলা অর্থ: হাতিরা পথে ধরে হাঁটছে। তারা সারিবদ্ধভাবে একসাথে চলছে।)
3. How do the elephants hold hands?
Answer: They hold hands by holding each other’s tails with their trunks. This helps them stay close and together.
(বাংলা অর্থ: তারা তাদের শুঁড় দিয়ে একে অপরের লেজ ধরে রাখে। এতে তারা একসাথে থাকতে পারে।)
4. Why are trunks and tails “handy things”?
Answer: Because trunks and tails help elephants walk safely together. They use them to stay linked and not get lost.
(বাংলা অর্থ: কারণ শুঁড় ও লেজ হাতিদের একসাথে নিরাপদে হাঁটতে সাহায্য করে। তারা এতে করে একে অপরের সঙ্গে যুক্ত থাকে।)
5. Where do elephants walk together in the poem?
Answer: They walk together in circus rings. They also walk along the trails.
(বাংলা অর্থ: তারা সার্কাসের মঞ্চে একসাথে হাঁটে। এছাড়াও তারা পথে ধরে হাঁটে।)
6. What does the poet mean by “holding hands”?
Answer: It means staying together with love and unity. It shows friendship and caring for each other.
(বাংলা অর্থ: এর মানে হলো ভালোবাসা ও একতায় একসাথে থাকা। এটি বন্ধুত্ব ও একে অপরের প্রতি যত্ন বোঝায়।)
7. What lesson do we learn from the elephants?
Answer: We learn that unity and teamwork are very important. We should help and stay close to each other like the elephants.
(বাংলা অর্থ: আমরা শিখি যে একতা ও দলগত কাজ খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতিদের মতো একে অপরকে সাহায্য করে একসাথে থাকতে হবে।)
8. Why does the poet repeat the lines at the end?
Answer: To make the poem fun and musical for children. It also helps to remind the lesson of togetherness.
(বাংলা অর্থ: কবি কবিতাটিকে শিশুদের জন্য মজাদার ও ছন্দময় করেছেন। এটি একতার বার্তাটি মনে করিয়ে দেয়।)
9. What kind of poem is “Holding Hands”?
Answer: It is a short, funny, and rhythmic poem. It teaches a moral lesson through animal behavior.
(বাংলা অর্থ: এটি একটি ছোট, মজার ও ছন্দময় কবিতা। এটি প্রাণীর আচরণের মাধ্যমে নৈতিক শিক্ষা দেয়।)
10. What is the main message of the poem?
Answer: The poem teaches us to stay united and help one another. It shows that friendship makes life beautiful.
(বাংলা অর্থ: কবিতাটি শেখায় একসাথে থাকতে ও একে অপরকে সাহায্য করতে। এটি দেখায় বন্ধুত্ব জীবনকে সুন্দর করে তোলে।)